ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গৃহপালিত গবাদি পশু ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সুফলভোগি ৩৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে মোট ৬৮৬ টি ভেড়া বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট ০১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশোক কুমার ঠাকুরসহ প্রমুখ ।
এ আরও উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST