ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ভিকটিম ও শিশু সন্তান সহ আসামী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার গাবনা গ্রামের মৃত- ইসরাফিল হোসেনের ছেলে মোঃ আল-আমীন হোসেন।
থানা ও পুলিশ সূত্রে জানাযায় গত-২৯ /৩/২০২২ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ২০ ঘটিকার সময় বাদী কালাম এর মেয়ে ভিকটিম (১৫) তার নানার বাড়ি গাবনা মন্ডল পাড়া গ্রাম হতে তার বাড়িতে আশার পথে জৈনক মোঃ আবু তাহের, পিতা- মোঃ আব্দুস ছাত্তার প্রাং এর বসত বাড়ির উত্তর পাশে হেয়ারিং রাস্তার উপর বেলা আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় পৌঁছামাত্র ১নং আসামী মোঃ আল-আমীন হোসেন ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া একটি সবুজ রংয়ের সিএনজিতে উঠাইয়া অপহরণ করিয়া বর্ষাইল (নওগাঁ) দিকে লইয়া যায়। উক্ত ধৃত আসামী অপরাপর আসামীদের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ পূর্বক বিভিন্ন স্থানে অবস্থান করে।
গত প্রায় ১১ মাস যাবৎ উক্ত আসামী ও ভিকটিম চট্রগ্রামে চান্দগাঁও থানাধীন কালুঘাট বরিশাল বাজার এলাকার মুন্সির বিল্ডিং নামক স্থানে বসবাস করতেছিল। আসামী মোঃ আল-আমীন হোসেন (২৬) ভিকটিমকে ফুসলাইয়া স্বামী- স্ত্রীর রুপে বসবাস কালে আসামী মোঃ আল-আমীন হোসেন (২৬) কতৃক ধর্ষনের ফলে ভিকটিম একটি ছেলে সন্তান প্রসাব করে। (মোঃ ইহান ইসলাম ওরফে আইয়ান, বয়স ২ মাস)।
এবিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় বদলগাছী- মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়প্রত পাল মহোদয় সার্কেল মহোদয়ের একান্ত প্রচেষ্টায়। প্রায় ১১ মাস পর উক্ত আসামী ও ভিকটিম এবং ভিকটিমের দুই মাসের শিশু বাচ্চাকে চট্রগ্রামে চান্দগাঁও থানাধীন কালুঘাট বরিশাল বাজার এলাকার মুন্সির বিল্ডিং নামক স্থান থেকে উদ্ধার করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST