প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জয়পুরহাটে ৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জয়পুরহাটে ৬ লাখ টাকার চেক বিতরণ

আবু রায়হান, জয়পুরহাটঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাটে ১৩ জন আওয়ামী লীগের দুস্থ নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

গত ৭ মাসে জেলায় তিন শতাধিক মানুষের মাঝে প্রায় দুই কোটি টাকার চেক বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest