ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনা মিয়া (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত সোনা মিয়া পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, গতকাল (১৫ এপ্রিল) শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ঘটনাস্থল গেলে ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষের সাথে তার বাক-বিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দিলে তার অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হলে বেলা ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে বলেও জানান ওসি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST