কাঠালিয়ার সাংবাদিক হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

কাঠালিয়ার সাংবাদিক হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার প্রেসক্লাবের সামনে উপজেলার চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের ব্যবহারীত সরকারি গাড়ি চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের পর থেকে চেয়ারম্যান কর্তৃক তার সন্ত্রাসী বাহিনীর সদস্য মোঃ আলানুর জমাদ্দার ফাহিম সিকদার সহ একাধিক সন্ত্রাসী মাধ্যমে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন কাঠালিয়া সাংবাদিক সমাজ এর সভাপতি মোঃ বাদল হাওলাদার ।

উলেক্ষ গত ২৫ শে মে ঢাকা-বরিশাল মহাসড়কের ঝালকাঠির ষাটপাকিয়া চৌমাথা এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ মামুন মাঝি (৪০), ষাটপাকিয়া, নলছিটি, ঝালকাঠি গুরুতর আহত হলে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। সরকারি নিযুক্ত গাড়ি চালক মোঃ শামিমকে বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী আবুল বাশার বাবুকে দিয়ে গাড়িটি চালিয়ে আসছে।এ সংবাদ যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সাংবাদিক মোঃ বাদল হাওলাদার সহ একাধিক সাংবাদিক পোস্ট দিলে সাংবাদিকদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হামলা ও মামলার হুমকি দিয়ে থাকেন। এ বিষয়ে সাংবাদিকরা বরিশাল আদালতে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest