ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন কর্মকতা ডা: তুলসী চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকতা সোহেল মিয়া, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকতা চৈতী রায় প্রমুখ।
এবার মোট ৮২৫ টি কেন্দ্রে আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩২ হাজার ৫৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
এসময় জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST