বদলগাছী থানার সাবেক এস আই তৌহিদুল গাঁজাসহ আটক।

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৩

বদলগাছী থানার সাবেক এস আই তৌহিদুল গাঁজাসহ আটক।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মাদকের বিশেষ অভিযানে ১ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৫০ সিসি পালসার মটরসাইকেল সহ বদলগাছী থানায় কর্মরত সাবেক এস আই তৌহিদুল (৩৭) ও মিনুর রহমান (৪৭) আটক।

আটককৃত তৌহিদুর রহমান সরকার (৩৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মৃত ওবায়দুল রহমানের ছেলে ও মিনুর রহমান (৪৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি স্টেডিয়াম পাড়ার আলতাফ হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল ২২ শে জুন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নেতৃত্বে এস আই মেহেদী হাসান, এস আই আলিম, এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে জয়পুরহাটগামী কামালপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৪৭০ গ্রাম গাঁজা সহ দুই জন কে আটক করে থানা পুলিশ।

১নং আসামী মোঃ তৌহিদুর রহমান সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই(নিঃ) পদে চাঁদপুর জেলায় কর্মরত থাকালীন অনুমান ৮ মাস পূর্বে বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত হয় এবং বিগত ২০১১-২০১৩ সাল পর্যন্ত বদলগাছী থানায় কর্মরত ছিল।

এ ব‍িষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান বলেন,এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest