৮০ টি পল্লী-বিদ্যুৎ সমিতিতে একযোগে চুক্তিভিত্তিক লাইনক্রু-গণের কর্মবিরতি শুরু!

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

৮০ টি পল্লী-বিদ্যুৎ সমিতিতে একযোগে চুক্তিভিত্তিক লাইনক্রু-গণের কর্মবিরতি শুরু!

মোঃ মিরাজ হোসেন:-
বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে চুক্তিভিত্তিক লাইনক্রুগণের কর্মবিরতি শুরু করছেন বলে জানা গেছে। ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করছেন প্রায় ৪০০০জন বিদ্যুৎ কর্মী। এ বিষয়ে কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলেন,
“আমাদের পথচলা, ১দিনের নয়। আমরা ৪টি বছর ধরে অমানবিক বৈষম্যের শিকার হয়েছি। বারংবার চিঠি প্রেরণ করে, মুঠো ফোনে, উর্ধতন কর্মকর্তার মাধ্যমে বাপবিবো (বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড) যোগাযোগ করেছি। কোন রকম সদুত্তর না পাওয়ায়, হতাশা নিয়েই দিনের পর দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। কর্মক্ষেত্রে একের পর এক সহযোদ্ধা দের হারিয়ে চলছি। নানান ভাবে দূর্ঘটনার শিকার হয়ে প্রতিনিয়ত না ফেরার দেশে চলে যাওয়ার সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের। একই পদে, একই কাজ করে পাহাড় সমপরিমাণ বৈষম্য চলমান, বিষয়গুলি নিয়ে বাপবিবো’র সম্মানিত চেয়ারম্যান মহোদয় বরাবর ৮০পবিস থেকে একযোগে চিঠি প্রেরণ করেছি। বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিদ্যুৎ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে অনুলিপি পাঠিয়েছি।সর্বশেষ, চেয়ারম্যান মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছি। পুনরায়, সম্মানিত সকল জিএম মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেছি। দায়িত্বরত ব্যক্তিরা কিছু তেই ভ্রুক্ষেপ না করায়, শক্ত ভাবে বৈষম্যের বিরুদ্ধে নামতে বাধ্য হচ্ছি। তাই, (১২-০৮-২৩)খ্রিঃ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest