নওগাঁর বদলগাঁছীতে মিথ্যা ধর্ষণ মামলায় আপন দুই ভাইয়ের স্ত্রীদের ৩ বছর কারাদন্ড।

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

নওগাঁর  বদলগাঁছীতে মিথ্যা ধর্ষণ মামলায় আপন দুই ভাইয়ের স্ত্রীদের ৩ বছর কারাদন্ড।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে সহোদর দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। আবার বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করায় নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার দুই ভাইয়ের স্ত্রীদের প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

সূত্রে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের জনৈক টিপু তার স্ত্রী কে দিয়ে ছোট ভাই ফরহাদের বিরুদ্ধে নওগাঁ নারী-শিশু ট্রাইব্যুনাল ২-এ ২০২১ সালের ১৫ জুলাই ধর্ষণ মামলা দায়ের করেন। আবার ছোট ভাই ফরহাদের স্ত্রী বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ২০২১ সালের ১১ আগস্ট ধর্ষণ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভিকটিমের জবানবন্দি শুনে পর পর দুটি মামলা এজাহার হিসাবে গ্রহণ করার জন্য বদলগাছী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ করেন। মামলা দুটির তদন্তভার পায় থানার এস আই আব্দুল আজিজ।

মামলা দুটি তদন্ত শেষে এস আই আব্দুল আজিজ দুটি মামলায় মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। চলতি বছরের ২২ মে উভয় মামলার যুক্তিতর্ক শুনানি করা হয়। গত বৃহস্পতিবার মামলা দুটির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দুভাইয়ের স্ত্রীদের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হক সোহেল মামলা পরিচালনা করেন।

আপন ভাইদের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলায় শাস্তি প্রদানের বিষয়টি আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচার প্রার্থী জনগণ ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এরকম দৃষ্টান্তমূলক রায় হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা অনেকাংশে কমে যাবে। রায়ে রাষ্টপক্ষ সন্তোষ প্রকাশ করেন। দন্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে যাবেন বলে জানা যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest