বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ।

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তার মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ উঠেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ৯টার দিকে ওই গৃহবধূর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া ও মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

সমাজপতিদের কাউকে গ্রামে গিয়ে পাওয়া যায়নি। ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি- একই গ্রামের মুসলিম যুবকের সঙ্গে গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল। গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

দুপুরে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমার সঙ্গে কারো অনৈতিক সর্ম্পক ছিল না । সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন। কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। গ্রামের কমল হোসেনে নামে বিবাহিত মুসলমান যুবকের সঙ্গে তার পরকীয়ায় সম্পর্ক ছিল। ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরে ফেলেন। এরপর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সকাল নয়টার দিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাকে শুদ্ধ করার আয়োজন করা হয়। নাপিত ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়। ওই গৃহবধূ ও তার স্বামীর সম্মতিতে এ কাজ করা হয়েছে।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী বলেন, শুদ্ধ করার সময় গ্রামের উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। শুদ্ধ করার রীতি আমাদের ধর্মে আছে। এছাড়া গৃহবধূ ও তাঁর স্বামী এ কাজে কোনো আপত্তি জানায়নি।

হিন্দুধর্মালম্বী গোবিন্দ সাহা (৭৫) বলেন, আমার বয়সে আমাদের গ্রামে আগে কখনো মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেনি। অনৈতিক সর্ম্পকের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার বলে মনে হচ্ছে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বলেন, আমি ঘটনা শুনেছি। কি কারণে ঘটনাটি ঘটল তা জানতে পুলিশ পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest