ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে “শুদ্ধ করে নেওয়া”র অপবাদে নারীকে হেনেস্তা করা ও গৃহবধুকে ন্যাঁড়া করে ঘোল ঢালার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০শে আগষ্ট সকাল ১১টায় বদলগাছী বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেপলপমেন্ট (CWFD) বদলগাছী, নওগাঁ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেপলপমেন্ট (CWFD) প্রোগ্রাম সমন্ময়কারী রেহেনা পারভীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রোগ্রাম অফিসার জুলেখা আক্তার, একাউন্ট এন্ড এ্যাডমিন অফিসার মোহন আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম, ফিরোজ হোসেন, খুজিস্তা আক্তার, কমিউনিটি মোবালাইজার উজ্জ্বলা দিত্তী তপ্ন, মাফিজুল ইসলাম, নাজিউর রহমান, পপি আক্তার, আদরী আক্তার, ফাতেমা আক্তার সহ বিভিন্ন দলের নারী ও কিশোরী বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমরা ঘটনা জানা মাত্র ঘটনাস্থলে গিয়েছি। আমরা ঐ নির্যাতিত নারীর পাশে দাড়িয়েছি। এ ঘটনার সাথে জরিত ৩জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST