ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মহিলা কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ দিকনির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, মহাদেবপুর সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে ২২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ |
ঘটনা সূত্রে জানা যায় যে ৯ সেপ্টেম্বর রাত্রি ২২ঃ৪৫ঘটিকায় বদলগাছি মহিলা কলেজ রাস্তায়,বদলগাছী থানার অফিসার ইনচার্জ,
জনাব মুহাঃ আতিয়ার রহমান
এর নেতৃত্বে বদলগাছী থানার পুলিশ পরিদর্শক
(তদন্ত) জনাব মোঃ মেহেদী মাসুদ সহ একই থানার এসআই নিহার চন্দ্র, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ জাকির হোসেন সহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বদলগাছি মহিলা কলেজ গেট সংলগ্ন রাস্তা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে |উক্ত অভিযান সফলাফল ভাবে সম্পূর্ণ হলে ২২কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন আটক হয় | গ্রেফতারকৃতরা হলেন, ১। মোহাম্মদ আব্দুল হামিদ(৫১) পিতা-মৃত অসীম উদ্দিন সাং চাঁদপুর থানা বদলগাছি ২। মোঃ আশরাফুল ইসলাম (৩২) পিতা মৃত আলিম চৌধুরী সাং পাইকপাড়া থানা নওগাঁ সদর উভয়ের জেলা নওগাঁ এবং সাথে গাঁজা বহনকারী মোটরসাইকেল জব্দ করে। এ সংক্রান্তে বদলগাছি থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে|
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST