মুকসুদপুর আওয়ামী লীগ নেতা ও ইউ,পি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

মুকসুদপুর আওয়ামী লীগ নেতা ও ইউ,পি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে ১ অক্টোম্বর রবিবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ মোড় বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: রবিউল আলম সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদুর রহমান টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম,এম মহিউদ্দিন আহম্মেদ মুক্তি মুন্সী,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান পল্টু, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু,
খান্দারপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিলন,বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিৎ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক শাহরিয়ার বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নিভল প্রমূখ। বক্তাগন উক্ত সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। প্রতিবাদ সভার আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে খান্দারপাড়া বাজার এলাকা নামক স্থানে তার উপর সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন ঘটনার পর চেয়ারম্যানসহ আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর জনক হওয়ায় ফরিদপুর ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।
খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলন মোল্যা জানান, হামলাকারীরা চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খানকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের দুই পা কুপিয়ে জখম করে। এতে চেয়ারম্যানের সাথে মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা সোহাগ ও পথচারী লিমন ঠেকাতে এসে গুরুতর আহত হয়েছে।
এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম জানান,খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ থানায় অভিযোগ করেননি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest