রাজশাহীতে নসিমনের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

রাজশাহীতে নসিমনের ধাক্কায় পথচারী নিহত

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী-ঢাকা মহাসড়কে গরুবাহী নসিমনের ধাক্কায় মুনসুর রহমান (৫৮) নামের এক পথচারি নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়ার শিবপুরহাট নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পুঠিয়া থানার বিড়ালদহ পশ্চিমপাড়া এলাকার তারু মন্ডলের ছেলে। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে নাটোর গুরুদাসপুর থেকে ছেড়ে আসা মহিষ ভর্তি নসিমন গাড়ি রাজশাহী-সড়কের বানেশ্বর শিবপুরহাট মোড় অতিক্রম করার সময় পথচারী মুনসুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে সিএনজি যোগে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের তোপের মুখে নসিমনের চালক মহিষ ভর্তি নসিমন ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে শিবপুরহাট হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করেন। উল্লেখ্য, রাজশাহী-ঢাকা মহাসড়কে নসিমন-করিমনসহ বিভিন্ন তিন চাকার অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও অজ্ঞাত কারণে চলাচল করছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest