নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক শিক্ষার্থীদের সাইকেল র‌্যালী

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক শিক্ষার্থীদের সাইকেল র‌্যালী

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালী করা হয়। বেসরকারী উন্নয়ণ সংস্থা কনসানড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের আয়োজনে চকবনমালী স্কুল থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি সাইকেল র‌্যালী বের করে প্রায় ৮ কিলো দুরে কাস্টোগাড়ী মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। এবং সেখানে দেওয়ালিকা উপস্থাপন করা হয়।

ঐ দিনে বিকালে উপজেলার রহিমপুর স্কুল মাঠে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা মুলক গম্ভীরা অনুষ্ঠিত হয়।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, যুব উন্নয়ণ প্রশিক্ষক রেজাউল করিম, সংস্থার প্রোগ্রাম অফিসার জুলেখা আকতার, ফিল্ড ফ্যাসিলটর আফরিন সুলতানা, পপি আকতার, নাজিউর রহমান প্রমুখ সহ আরও অনেকেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest