সাংবাদিক পুত্র এসএসসিতে জিপিএ -৫ পেয়েছে

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

সাংবাদিক পুত্র এসএসসিতে জিপিএ -৫ পেয়েছে

নলছিটি প্রতিনিধিঃ

সদ্য প্রকাশিত এসএসসি (২০২৪) পরীক্ষার ফলাফলে জাতীয় দৈ‌নিক যায়যায়‌দিন প‌ত্রিকার নল‌ছি‌টি উপ‌জেলা প্রতি‌নি‌ধি মোঃ মোস্তা‌ফিজুর রহমান রিপ‌নের জ্যেষ্ঠ পুত্র মোঃ মাঈন উর রহমান রাইয়‌্যান এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে।

ব‌রিশাল বোর্ডের অধী‌নে সরকা‌রি নল‌ছি‌টি মা‌র্চেন্টস মাধ‌্যমিক বিদ‌্যালয় থে‌কে বিজ্ঞান বিভাগ এ সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা ও মা। সেই সাথে বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকসহ সকল শিক্ষক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষৎতে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী রাইয়‌্যান সকলের দোয়া প্রার্থী।

রাইয়‌্যা‌নের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের ছেলে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা পরিবারের সবাই আনন্দিত। সে নিজের আগ্রহে শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। তারা সবার কা‌ছে ছে‌লের জন‌্য দোয়া প্রার্থনা ক‌রে‌ছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest