মেহেন্দিগঞ্জে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ১

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৪

মেহেন্দিগঞ্জে  শিক্ষকের ওপর সন্ত্রাসী  হামলার ঘটনায় আটক ১

মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।!
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ হাসান ইমাম
এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আল আমিনকে আটক করেছে পুলিশ।

রোববার( ২৮ জুলাই) সকালে মেহেন্দিগঞ্জ থানার এস আই সাইফুল ইসলামসহ সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার স্টীমারঘাট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই দিনই বরিশাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানাগেছে দীর্ঘদিন পর্যন্ত নয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার মধ্যে সিনিয়র সহকারি শিক্ষক হাসান ইমামের সাথে দ্বন্দ চলে আসছে। এই ঘটনার সুত্র ধরে গত ১৪ জুলাই ) সকাল ১০টার দিকে পানবাড়িয়া রাস্তার মাথায় অভিযুক্ত আল আমিন, নয়ন তালুকদার, সোহান, সোয়াবুল, জিসান খান, অন্তর সরদার, সিয়াম আকন, ফয়সাল সরদাররা দলবদ্ধভাবে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে শিক্ষক হাসান ইমাম এর ওপর হামলা করে।বিষয়টি নিয়ে ঘটনার দিন রাতেই ভুক্তভোগী শিক্ষক নিজেই বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ৮জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আল আমিন এর বিরুদ্ধে শিক্ষকের উপর হামলার ঘটনা ছাড়াও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক,ইভটিজিং সহ একাধিক অভিযোগ রয়েছে। আমিনের আটকের সংবাদে এলাকায় সস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest