ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪
বিশেষ প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়ের বাড়িতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ।
বুধবার (১৪ আগস্ট) বিকাল ৪ টার দিকে
শিক্ষক-শিক্ষার্থীরা।সেখানে পৌঁছে হৃদয় পরিবারের সঙ্গে দেখা করেন তারা, এ-সময় নগত অর্থ, এবং পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন । এ সময়
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক বৃন্দু ও শিক্ষার্থী।
প্রসঙ্গত, কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন হৃদয় তারুয়ার। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেইটে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলতে তার মৃত্যু হয়। নিহত হৃদয় তারুয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। পটুয়াখালী সদর উপজেলায় তার বাড়ি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST