নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস” পালিত

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস” পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” পালিত হয়। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দপুর ১২টায় কলেজের সামনের সড়কে বিশ্ব মানবধিকার দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিব গাজীর সভাপতিত্বে, সদস্য মোঃ হিমেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ ফয়সাল সিকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিরাজ হোসেন, ছাত্রদল নেতা রাকিব প্রমুখ।

বক্তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসী দাবী করেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রনি তালুকদার, সদস্য রুবেল,রাকিব,সিপন, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সজল খলিফা সহ কলেজ শাখার ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest