ঢাকা ৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে আওয়ামীলীগ নেতা মহাসীন কবির খান ঐতিহাসিক একটি স্কুলের জমি জালজালিয়াতি মাধ্যমে দখলে নিয়েছে। ওই স্কুল বিট্রিশ সরকারের প্রাচীন নির্দশন প্রত্নতত্ত বিভাগের মাধ্যমে সংরক্ষণের দাবিতে স্থানীয় একটি সংগঠন আন্দোলনে নামায় জমি রক্ষায় মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি সংবাদ সম্মেলন করেছে বলে জানা যায়। জানা গেছে , বিগত সরকারের আমলে অবৈধভাবে বিএইচবি ইউনিয়ন আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি জবর দখল করে বসতঘর নির্মাণ করেছন আওয়ামীলীগ নেতা মহাসীন কবির খান। গত কয়েকমাস ধরে জমি রক্ষায় স্থানীয়রা আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি উদ্ধার কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে সরকারের দৃষ্টি গোচর করতে আন্দোলন করে যাচ্ছিলেন। ইতোমধ্যে এ যৌক্তিক আন্দোলনে স্থানীয় পর্যায়ের কিছু সমাজকর্মীও যোগ দিয়েছেন।আন্দোলন দমাতে সংগঠনের নেতৃবৃন্দকে মিথ্যা মামলার হুমকি ও আন্দোলকারী এক সংখ্যালঘু সমন্বয়কের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সবশেষ আজ ৩১ ডিসেম্বর বেলা ১২টায় নলছিটি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের ভুল ও বানোয়াট তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করে ভূমিদস্যু মহাসিন।এসময় তার বাবা আঃ মালেক খান একটি নিলাম ক্রয়ের মাধ্যমে ঐতিহাসিক ওই স্কুলের জমির মালিকানা নেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। ৪৮ নং আখড়পাড়া মৌজায়, জে.এল. ৫২, বি.এস. ৪৮, এস.এ. ৭ ও ৮ নং খতিয়ানে তার পৈত্রিক রেকর্ডীয়ও দখলীয় ১৬৩ শতক সম্পত্তি আছে। যাহা গত ৩০ জুন-২৪ তারিখে ১৫১৪ নং দলিল মূলে তার পিতার নামে জমির মালিক সাফ কবলা রেজিস্ট্রি করিয়া দেন বলে তিনি উল্লেখ করেন।
আন্দোলনকারীরা দাবি করেন, দখলদার মহাসীন কবির খান পেশায় একিজন দলিল লেখক। তিনি তার পেশাগত কুটকৌশল কাজে লাগিয়ে জালজালিয়াতির মাধ্যমে বিএইচবি ইউনিয়ন আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি ভূয়া নিলাম দেখিয়ে মালিকানা দাবি করছেন। প্রশাসনের উক্ত বিষয়টি অধিকতর তদন্তে তার জালিয়াতি ধরা পড়েবে বলেও তারা মন্তব্য করেন। এবিষয় বি.এইচ.বি ইউনিয়ন আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি উদ্ধার কমিটির অন্যতম সমন্বয়ক শ্রী শৈলেন নাথ গুহু জানান, এস এ রেকর্ডে বিএইচ বি আম্বিকাচরণ এইচ.ই স্কুলের ম্যানেজিং কমিটির নামে পৃথক খতিয়ান খুলে জমি নিবন্ধন করা হয়েছে। তার খতিয়ান নং জেল এল ৫২, খতিয়ান ০৭,০৮, এবং ০৮/১। উক্ত তথ্য ভুমি মন্ত্রণালয়ের সার্ভারে সার্ভে খতিয়ানে সংরক্ষিত আছে। উনি সংবাদ সম্মেলনে সংবাদিক ভাইদের মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST