ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমির হোসেন তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম সচিব) ও মাদরাসার সভাপতি জনাব খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোজাম্মেল হক, মোঃ সাঈদ মিয়া এবং সেলিম হাওলাদার, যাঁরা শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ ও শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST