ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) মাদরাসার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, মো. সিদ্দিকুর রহমান খান, আরবি প্রভাষক মো. আবু ছালেহ, মাসুদুর রহমান, সহকারী শিক্ষক মো. সেলিম খান, ইবতেদায়ী শিক্ষক মো. আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম জহির বলেন, এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে আরও সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের প্রত্যাশা করছি। মাদরাসার সার্বিক উন্নয়নে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা ভূমিকা রাখতে চাই।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক ভালো লাগছে। প্রিয় প্রতিষ্ঠান, বন্ধু ও শিক্ষকদের পেয়ে শৈশবের দিনগুলোর কথা মনে পড়ছে।
গ্রীন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সিইও ও প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার সাবেক অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়নি। আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নিতে চাই।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত ও বিএম কলেজের শিক্ষার্থী মেহেরাব হোসেন রিফাত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST