ঢাকা ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
এ, কে ,এম, শাহাদাৎ হোসেন (শাওন):
বরগুনার তালতলী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছে ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার কেন্দ্রীয় বাজার এলাকায় বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক এবং সি. যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন-এর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহিদুল হকের পক্ষে একটি মানববন্ধন চলছিল। একই সময়ে মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে অপর পক্ষ সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় নৌবাহিনীর একটি টহল টিম। তারা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। সংঘর্ষের কারণে বাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।
উল্লেখ্য, গত রোববার এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন সি. যুগ্ম আহ্বায়ক ও বাজার কমিটির সভাপতি মাহবুবুল আলম মামুন। তারই প্রতিবাদে আজ মানববন্ধনের আয়োজন করে শহিদুল হকপন্থী নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST