ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
বরগুনা প্রতিনিধি ঃ দেশের উপকুলীয় জেলা বরগুনায় ১৩ মাস আগে ২০২৪ সালের ২৬ মে ঘূর্ণিঝড় “রেমালে ” ঝড়ে যাদের বসতঃ ঘর ক্ষতিগ্রস্হ হয়েছে ঝড়ে ১৩ মাস পর তাদের সদর উপজেলার ৪৪০ টি পরিবারের মধ্য আজ বৃহস্পতিবার উপজেলা পরিষধ চত্তরে ১ বান টেউটিন এবং ৫ হাজার করে টাকার চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসমিন আরাফাত রানা ও সরকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের।বরগুনা পৌরসভাসহ সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ৪৪০ পরিবার এবং ৪টি প্রতিষ্টানের মধ্য ২২ লক্ষ ৪০ হাজার টাকা ও ৪৪৮ বান টেউটিন বিতরন করা হয়।
বিগত সরকাররের সময় ত্রাণও দূর্যোগ মন্রনালয়ের বরাদ্দকৃত এই টিন পেতে এক বছর কেন অপেক্ষা করতে হলো এপ্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্তরা বলেন,যে তালিকা করা হয়েছিলো সেখানে যথেষ্ট স্বজনপ্রীতি করার কারনে ঐ সময় একটি উপজেলায় দলীয় লোকজনের মধ্য গণ্ডগোল হওয়ায় টিন বিতরন কার্যক্রম স্হগিত করা হয়।
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার দাায়িত্ব গ্রহনের পর বর্ষা মৌসুমের শুরুতে তিনি সরেজমিনে যাচাই- বাছাই করে প্রকৃত অসহায় এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে আজ টিন বিতরন করেছেন।
কেওড়া বুনিয়া ইউনিয়নের প্রতিবন্ধী লিটন বলেন,এবছর মনে হয় স্যার আল্লাহর রহমতে বৃষ্টিতে ভিজতে হবেনা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST