মেহেন্দিগঞ্জের উলানিয়ায় সিঁদ কেটে বসত ঘরে চুরি

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

 মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জের উলানিয়ায় আমজাদ হোসেন গাজীর বসত ঘরে ভয়ানক সিঁদেল চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার উলানিয়া ইউনিয়নের উলানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে আমজাদ হোসেন গাজি মোবাইল সার্ভিসিং এর কাজ করার সুবাধে তিনি ঢাকাতে থাকেন এবং তার স্ত্রী ৫ বছর ও ১ বছরের দুটি কন্যা সন্তান নিয়ে বাড়িতে বসবাস করছেন। আমজাদের স্ত্রী তানজিলা জানান সঙ্ঘবদ্ধ একদল চোর সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে বসত ঘরের পিছনের দরজার পাশ দিয়ে সিঁদ কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় ঘরের ভিতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে হঠাৎ ঘুম থেকে জেঁগে উঠে চোর চোর বলে ডাক দেওয়ার চেষ্টা করলে চোরের দল আমার হাত-পা ও মুখ বেঁধে রেখে ওইদিন উলানিয়া অগ্রনী ব্যাংক থেকে উঠানো ১ লক্ষ টাকাসহ নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও প্রায় এক লক্ষ আশি হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে ৫ বছর বয়সী মেয়ে আয়শা প্রতিবেশী শিল্পী বেগমকে ডেকে আনলে তিনি এসে আমার হাত পায়ের বাঁধ খুলে দেয়। সংবাদ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে দেখে আমজাদের বাড়িতে সিঁদ কেটে চুরি হয়েছে। তবে সিঁদেল চুরির ঘটনায় চোরদেরকে চিন্তে পারলেও ভয়ে মুখ খুলতে রাজি হননি আমজাদের স্ত্রী তানজিলা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আমজাদের পরিবার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest