ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
হারুন অর রশিদ(রিয়াদ) জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পুর্তি উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে ঢাকা জেলাসহ ১৬ দলের অংশ গ্রহনে নকআউট খেলার ভিত্তিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে হাতির পিঠে চরে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রবেশ করেন প্রধান অতিথি স্থানীয় এমপি মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল। এবং ঘোড়ার গাড়ীতে চরে মাঠে প্রবেশ করে বিশেষ অতিথিরা। প্রথম খেলায় অংশ নেয় দিনাজপুর আমিন স্পট ফুটবল একাডেমি বনাম জাবিদ হাসান সোহেল ক্রীড়া চক্র (ঢাকা গাজীপুর)। ৯০ মিনিটের এ খেলায় ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে দিনাজপুর ৪-২ গোলে গাজীপুর জাবিদ হাসান সোহেল ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১০ মিনিটে মাথায় ঢাকা গাজীপুরের পক্ষে প্রথম গোলটি করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় খায়রুল ইসলাম। পরে ২৩ মিনিটে সমতা সুচক দিনাজপুরের পক্ষে গোল করে ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমরুল। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও চেয়ারম্যান সমবায় ব্যাংক বাংলাদেশ লিঃ এর মহিউদ্দিন আহমেদ মহি,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সাধারন সম্পাদক নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা আরিফ হোসেন মুন। বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ গোলাম ফেরদৌস, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইস-চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST