রাজগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

রাজগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লুৎফুন্নাহার (২৫) নামের এক গৃহবধূ। তিনি রাজগঞ্জের চালুয়াহাটি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। খবর পেয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান- লুৎফুন্নাহারের স্বামী জিয়াউর রহমান প্রায়ই সন্ধ্যার পর বাইরে কেরামবোর্ড খেলে রাত করে বাড়ি ফেরেন। স্বামীর রাত করে বাড়ি আসাটা মানতে পারেননি তিনি। এই নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামীর সাথে ঝঁগড়া হয় লুৎফুন্নাহারের। পরে রাতে দু’জন আলাদা ঘরে ঘুমান। সকালে স্ত্রীর উঠতে দেরি দেখে ডাকাডাকি করেন স্বামী। একপর্যায়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়ানো অবস্থায় লুৎফুন্নাহারকে ঝুলতে দেখেন তিনি। পরে জিয়াউর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ নামিয়ে আনেন। এসআই সেলিম হোসেন বলেন- এই ঘটনায় নিহতের ভাই টিটু ইসলাম থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান এমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest