মুজিব শতবর্ষের অঙ্গীকার নিয়ে বিরামপুরে পুলিশের একশত পথসভা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

মুজিব শতবর্ষের অঙ্গীকার নিয়ে বিরামপুরে পুলিশের একশত পথসভা
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষের অঙ্গীকার নিয়ে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে একশত পথসভার অংশ হিসেবে রবিবার (১৬ ফেব্রæয়ারী) বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকারের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের তত্ত¡াবধানে শহরের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে নিয়ে পথসভা করেছে বিরামপুরের পুলিশ প্রশাসন। সকালে পৌর শহরের শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পথসভার মধ্য দিয়ে শুরু হয় এদিনের কার্যক্রম। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পথসভা করে বিজুল বালিকা বিদ্যালয়ে গিয়ে এদিনের মত পথসভার কার্যক্রম স্থগিত করা হয়। উক্ত পথসভায় বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল এবং ৯৯৯ এর সেবা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওসি মনিরুজ্জামান বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ -এই প্রতিপাদ্য নিয়ে জনগণের দৌড়গড়ায় সেবা পৌছে দেওয়ায় মুজিব বর্ষে আমাদের মূল লক্ষ। সাধারণ মানুষ যেন সব ধরনের সেবা নির্বিঘেœ পেতে পারে সেজন্য এই পথসভার আয়োজন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পুলিশ প্রশাসন একশত পথসভার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মুজিব বর্ষেও অঙ্গীকার তুলে ধরে পথসভা করা হচ্ছে। পথসভার এই আয়োজন অব্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest