ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
জুলহাস উদ্দীন তেতুলিয়া প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুইটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাসুদ (২০) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলি শ্রমিক মাসুদ (২০) দেবীগঞ্জ উপজেলার পামুলি এলাকার শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় তেতুলিয়া -বাংলাবান্ধা সড়ক থেকে পাথর লোডের জন্য বাংলাবান্ধা এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রলি হতে শ্রমিক মাসুদ ছিটকে পড়লে অপর ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে শ্রমিক মাসুদ নিহত হয়। বাংলাবান্ধা ১নং ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন জানান ট্রলির ধাক্কায় এক জন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST