ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ৪ মাস ধরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ক্লাস না হওয়ায় সড়ক অবরোধ ও কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টায় শহরের গোবিন্দনগরস্থ কলেজের সামনে সড়কে বসে পড়ে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা। এর পর আন্দোলনরত ছাত্রছাত্রীরা কলেজের মুলফটকে তালা দিয়ে কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। শিক্ষর্থীরা জানায়, ৪ মাস ধরে দ্বিতীয় শিফটের শিক্ষকরা ভাতা বৃদ্ধির দাবিতে ক্লাস বর্জন করে আসছে। এতে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে। শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়েছেন পরে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST