ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচি শুভ সুচনা করেন- এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচি শুভ সুচনা করেন- এমপি রমেশ চন্দ্র সেন
মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন- জনাব, রমেশ চন্দ্র সেন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা ও উদ্বোধনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রমেশ চন্দ্র সেন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ।অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। মোছাঃ সাইয়েদা সুলতানা উপ-পরিচালক(অ:দা) জেলা সমাজসেবা কার্যালয় ঠাকুরগাঁও, প্রেসক্লাব সভাপতি মোঃ মুনসুর আলীসহ ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ কারি হিজরা সম্প্রদায়ের প্রায় ৫০জন হিজরা। আলোচনায় সভায় প্রধান অতিথির ব্যক্তবে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা সরকার সমজের সকলের কথা চিন্তা করে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমরা তিনার দিক নির্দেশেই কাজ করছি কোন জাতি গোষ্ঠী বলে কথা নয় সবার জন্যই বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করছি। আলোচনা সভায় হিজরা সম্প্রদায়ের নেতারা তাদের কিছু দাবি দাবা কথা বলেন, সেই কথায় এমপি রমেশ আরও বলেন, তোমারে জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যাবস্থা আমরা করে দিচ্ছি আরও করে দিব। জানা যায়, ২০১৮-২০১৯ অর্থ বছরের এ কর্মসূচিতে এ প্রশিক্ষনে তাদের তিন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গোবাদী পশু পালনে ২৫জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়,ঠাকুরগাঁও। বিউটিফিকেশনে ১২জনকে কারুপন্য সমাজউন্নয়ন সংস্থায় এবং সেলাই প্রশিক্ষনে ১৩জনকে শহর সমাজসেবা কার্যালয়ে ৫০দিন ব্যাপি এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest