ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে মুজিব শতবর্ষ ব্যাপকভাবে উদযাপনের লক্ষে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজুর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এসময়, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর সার্কেল এএসপি মিথুন সরকার, জেলা পরিষদের সদস্যগণ, ইউপি চেয়ারম্যানগন, সহ চার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST