মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি: হিলিতে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত। রাত ১২টা ০১ মিনিটে হিলি কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অপন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস কাব, পৌর সভা, পানামা হিলি পোর্ট, কাষ্টমস, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পাটি, সহ বিভিন্ন কাব প্রতিষ্ঠান।পুস্পমাল্য অপর্ণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় একমিটিন নিরবতা ও দোয়া করা হয়।
শেয়ার : ৩৯৯