ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গতকাল বৃহঃপতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ডাকাতির প্রস্তুতি কালে দেশী অস্ত্র সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেলোয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পাশ্বে ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ এ সংবাদ নিশ্চিত হয়ে ডাকাত দলকে চতুর দিক দিয়ে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে এসআই সাইফুল ও এসআই মোজাফ্ফর সঙ্গীয় ফোর্স সহ তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তাদের নিকট থেকে একটি গ্রিল কাটার, বড় কেসি, শীট কাটার, সাবল, পশু কুড়াল, রড, রেঞ্জ ও রশি সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। আটককৃতরা হলো, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শীবরামপুর গ্রামের হাছেন আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৮) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে আক্তারুল (২৮)। অপর দুইজন হলো, পাশ্ববতর্ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলীগাঁও গ্রামের রোস্তম আলীর আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬) ও একই উপজেলার পুইয়াগাড়ী গ্রামের জসিম উদ্দীনের ছেলে আঃ বারিক (৩৫)। থানা সূত্রে আরো জানা গেছে, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানায় অপহরণ, ডাকাতি ও ধর্ষণ সহ একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মামলা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST