ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
ফজল কাদির,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেশবা কলেজ পাড়ার এসএসসি পরীক্ষাথীর্নি শারমিন আক্তারকে (১৬) দুস্কৃতিকারীরা অপহরণ করেছে। কিশোরগঞ্জ উপজেলার কেশবা কলেজপাড়ার মৌলভী মোঃ ইব্রাহিম খলিলের এসএসসি পরীক্ষার্থী মেয়ে শারমিনকে ২০ফেব্রæয়ারী বিকালে অপহরণ করেছে দুস্কৃতিকারীরা। অপহরণের সময় সে তার ছোট বোন কাউছারি জান্নাত(১৪) সহ খাতা কেনার জন্য বাজার যাচ্ছিল। পথিমধ্যে একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মোঃ লেলিন মিয়া (২০) মোটর সাইকেলযোগে এসে গতিরোধ করে। এ সময় তাকে অপহরণ করে এবং দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। তার বোন কাউছারি জান্নাতের চিৎকারে এলাকার লোক তাকে ধাওয়া করে। অপহৃত শারমিনের বাবা এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে লেলিনের মা তহমিনা (৫৫),তার সহোদর ২ ভাই ওলিয়ার রহমান বাউ (৪৫) ও মোঃ মোরসালিনকে (২৫) ঘটনার সাথে অভিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST