জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

জলঢাকায় যথাযোগ্য মর্যাদায়  আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

হারুন অর রশিদ(রিয়াদ),জলঢাকা(নিলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত। ২১শের রাতের প্রথম প্রহর থেকে শুরু করে বেলা ১২ টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনারের পাদেদেশে পুস্পমাল্য অর্পণ করছে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ,মটর শ্রমিক,ট্রাক শ্রমিক, শ্রমিক ঐক্য পরিষদ,জাসদ,উপজেলা বিএনপি,জাতীয় পার্টি,রিপোটার্স ইউনিটি, সামাজিক সংগঠন বন্ধন,সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি ও বিভিন্ন সামাজিক সংগঠন। ১২:০১উপজরলা প্রসাশনের আয়োজনে প্রথমন পুষ্পমাল্য অর্পণ করা হয়। তারপর প্রেসক্লাবের পক্ষে শহীদ মিনারের পাদদেশে পুস্পমাল্য অর্পন করে প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবার রহমান (মনি), তারপর একে একে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest