ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
মো: মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: চিন্তা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে র্যালী। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট বেডেন পাওয়েল ও চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল একই দিনে জন্মগ্রহণ করেন। বিশ্বজুড়ে গাইড সদস্যরা এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদযাপন করে। এ দিবস উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা আজ শনিবার ‘বিশ্ব চিন্তা দিবস ২০২০ পালন করেছে। দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজসহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। র্যালীতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার গার্লস গাইডস্ কমিশনার রহিমা চৌধুরী, স্থানীয় কমিশনার লিলি আনোয়ারা, স্থানীয় সেক্রেটারী ও ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিসসহ আরো অনেকেই। র্যালী শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আলোচনা সভা হয়। জেলা কমিশনার রহিমা চৌধুরী গার্ল গাইডস্ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST