ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসএম স্বপন বেনাপোলঃ যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে শার্শা থানার বসতপুর রসুলপুর মোড় থেকে এ ফেনসিডিল জব্দ করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আঃ রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বসতপুর রসুলপুর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করে। তবে এসময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST