তারাগঞ্জে কৃষকের জমি থেকে রসুন চুরি

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

তারাগঞ্জে কৃষকের জমি থেকে রসুন চুরি
প্রবীর কুমার কাঞ্চন তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ তারাগঞ্জে হরিলাল নামের এক কৃষকের জমি থেকে রসুন চুরির ঘটনা ঘটেছে। দিন রাত রসুন ক্ষেতে পাহাড়া দিয়েও রসুন ক্ষেত থেকে রসুন চুরি হয়ে যাওয়ায় ওই কৃষকের মাথায় হাত পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান বাজারে রসুনের চাহিদা ও দাম রয়েছে এমন কথা ভেবে উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ দরগাপাড়া গ্রামের কৃষক হরিলাল রায় তার ১৫ শতক জমিতে রসুন রোপন করেন। জমির এক কোনে রাতে রসুন ক্ষেত পাহাড়া দেয়ার জন্য পলিথিন দিয়ে এক অস্থায়ী ঘর বানিয়ে রাতে থাকেন। এছাড়া ভালো ফলনের আসায় রসুন ক্ষেত পরিচর্যা করে আসছেন। রসুনের ফলনও বেশ ভালোই হয়েছে। আসা করেছিলেন রসুনের ভাল দাম পাবেন। কিন্তু কৃষক হরিলালের ভাগ্যে বিধি বাম গত সোমবার গভীর রাতে চোরেরা তার জমি থেকে প্রায় ৩ শতক পরিমানের জমির রসুন চুরি করে চোরেরা নিয়ে যায়। কৃষক হরিলাল রায় জানায়, ওইদিন রাত প্রায় ১ টা পর্যন্ত রসুন ক্ষেত পাহাড়া দিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়েন। মঙ্গলবার সকালে ক্ষেতে এসে দেখেন চোরেরা তার রসুন ক্ষেতের তিন শতক পরিমান জমির রসুন চোরেরা চুরি করে নিয়ে গেছে। এসময় তিনি মাথায় হাত দিয়ে হাউ-মাউ করে কাঁদতে দেখা গেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest