ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ৫২ বোতল ফেন্সিডিল ৪২ পিচ ইয়াবা ২ বোতল মদ ও মাদক সেবনের উপকরনসহ ১৫ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হাকিমপুর উপজেলার কবিরুল ইসলাম (২৪),জাহাঙ্গীর হোসেন (২০), রুবেল মিয়া (৩০), নজরুল ইসলাম (৪৫), মতিয়ার রহমান (২৫), মোস্তাফিজুর রহমান (২৫), রবিউল ইসলাম (২৫), শ্রী বিপ্লব রাই (২২), সাইফুল ইসলাম (৪০)। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানায়, মাদক দ্রব্য বেচাকেনা এবং মাদক খেয়ে মাতলামু করছে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন,এসআই মোবারক হোসনেসহ সঙ্গী ফোর্স নিয়ে ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল ৪২ পিচ ইয়াবা ২ বোতল মদ ও মাদক সেবনের উপকরনসহ ১৫ জন আসামীকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলাহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST