হিলিতে সাংবাদিকের ছেলে ট্যাল্টেনপুলে বৃত্তি লাভ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

হিলিতে সাংবাদিকের ছেলে ট্যাল্টেনপুলে বৃত্তি লাভ

মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি: দিনাজপুরের জেলার হাকিমপুর (হিলি) উপজেলার সাংবাদিকের ছেলে মো: শাহারিয়ার আসলাম রক্তিম ট্যাল্টেনপুলে বৃত্তি লাভ করছে। সে ডলি মেমোরিয়াল স্কুল থেকে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীায় অংশ গ্রহন করে জিপিএ-৫ সহ ট্যাল্টেনপুলে বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিার্থীর বাবা গোলাম রব্বানী রিকাবী চকচকা আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক ও মা নার্গিস পারভীন হাতিশোও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। রক্তিম তাদের আদরের এক মাত্র সন্তান। তার (রক্তিম) স্বপ্ন সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। সকলে তার জন্য দোয়া করবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest