মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- বাগেরহাটের ফকিরহাটে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মুদি দোকানদার মোঃ শওকত আলী (৬০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ২টায় উপজেলার নলধা খড়রিয়া এলাকায় ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নলধা উকিল পাড়ার মোঃ শওকত আলী এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতের পারিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন, তাকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ সহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।