হিলিতে বিজিবি-বিএসএফ বৈঠক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

হিলিতে বিজিবি-বিএসএফ বৈঠক
 মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি :- দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডারদের সৌজন্য সাক্ষাত বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি টিপিএস সিদু ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জহিরুল হক খাঁন তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে হিলি আইসিপি ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত বৈঠকে বসেন। বিজিবির পক্ষেও ১৬ সদস্য ওই সৌজন্য সাক্ষাত বৈঠকে অংশ গ্রহন করেন। সৌজন্য সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হলো সাংবাদিকদের এমন প্রশ্নে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জহিরুল হক খাঁন বলেন, সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে উভয় বাহিনী দায়িত্ব পালন করা, বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা না করা, মাদক সহ সকল প্রকার চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ ও গ্রেফতার না করা, পতাকা বৈঠকের মাধ্যমে দু’দেশের সীমান্ত সমস্যার সমাধান করা। বেলা দু’টার সময় বৈঠক শেষে বিএসএফ প্রতিনিধি দল হিলি সীমান্তের ২৮৫/১১ পিলার এলাকা দিয়ে ভারতে ফিরে যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest