মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- খুলনায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় জুয়েল হাসান আরমানসহ তার দুই সহযোগীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সুকান্ত দাস এ তথ্য নিশ্চিত করেন। রিমান্ডে নেয়া অপর দুই আসামি হলেন আহনাফ হোসেন রাজ ও মাহমুদ হাসান বাবু। তাদের বাড়ি মহানগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার ও সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় অপহরণের পর ওই ব্যবসায়ীকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটি বাড়িতে আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনটি ডেভিট কার্ড ও পিন নম্বর ছিনিয়ে নিয়ে ব্যাংকের বুথ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা তোলে নেয়। এছাড়া ওই ব্যবসায়ীর কথা বলে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে আরো ৫০ হাজার টাকা নেয়। পরে সোমবার ভোররাতে নগরীর আমতলা এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহরণ ও মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, শক্ত হাতেই অপরাধীদের নির্মূল করা হবে। কোনো গডফাদার বা কথিত বড়ভাইকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।