বাগেরহাটে নারী নেত্রীর মৃত্যু বার্ষিকীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

বাগেরহাটে নারী নেত্রীর মৃত্যু বার্ষিকীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয় মহিলা পরিষদের সাবেক সভাপতি শিল্পী সমাদ্ধারের মৃত্যু বার্ষিকীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একত্ততা প্রকাশ করেন। ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সড়ক দূর্ঘটনায় অকালে তিনি মারা যান। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জাতীয় মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট সীতারানী দেবনাথ,সাধারন সম্পাদক এ্যাডভোকেট পারভীন আহম্মেদ, নিরাপদ সড়ক চাই বাগেরহাট শাখার সভাপতি আলী আকবর টুটুল, কল্লোল সরকার, জাতীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হেনা চৌধুরী, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা ফরিদা আক্তার বানু, ঝিমি মন্ডল, তহুরা হোসেন, নাদিরা আকরাম, জাহানারা খাতুন, চিত্রা রহমান, রনী সমাদ্ধার, লুৎফুন নেছা, মাহবুবা রহমান পিয়া বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। সড়ক দূর্ঘটনার শিকার হয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে বাগেরহাটে জাতীয় মহিলা পরিষদের সাবেক সভাপতি শিল্পী সমাদ্ধার। আমরা তাকে হারিয়ে আজও শোকাহত। আমরা সড়ক দূর্ঘটনায় আর কোন মৃত্যু দেখতে চাই না। সকলেই নিরাপদে থাকতে ও বাচঁতে চাই। মানববন্ধন শেষে পরিষদের নিজস্ব কার্যালয়ে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest