খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল রবিবার ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে বণার্ঢ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” ¯েøাগান নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি বণার্ঢ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন বীমার প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ।