মোংলায় তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

মোংলায় তিন চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
মোঃ সাগর মল্লিক বাগেরহাট :-  বাগেরহাটের মোংলায় তিন’শ বোতল বিদেশী মদসহ তিন চিনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। তিন চিনা নাগরিকরা হলেন, জেরী (২৬), পিতা. জে সন, জ্যাক জিয়া (৩৩), পিতা. পিং জ্যাক জিয়াও চ্যাং এবং ফু (৩৩) পিতা. লিং হং। এছাড়া এদের দলে হাসনাত (২৮) ও মো. রুমন সিকদার (৩২) নামে দুই বাংলাদেশী মাদক ব্যবসায়ী রয়েছেন বলে কোস্টগার্ড জানায়। এদের একজনের বাড়ী নারায়নগঞ্জ এবং অপরজনের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ বলে জানা গেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা অফিসার লে. ইমতিয়াজ আলম জানান, বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা চায়না ব্রান্ডের মদের একটি চালান নিয়ে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার পশুর নদের মোহনায় অবস্থিত সরকারি খাদ্যগুদাম এলাকায় একদল মাদক ব্যবসায়ি অবস্থান করছে এই গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে তাদের ৩০০ বোতল মদ তিন বিদেশী নাগরিকসহ পাঁচ ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। তারা এই মদ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য আমদানি করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে কোস্টগার্ড। তাদের মদসহ মোংলাপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest