মোঃসাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস ট্রেনিং রুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপক কুমার রায়,ফকিরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাইন,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষকদের উচ্চমূল্যের ফসল, সবজি ও ফলের বিষমুক্ত নিরাপদ উপায়ে উৎপাদন কলা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকদেরকে মিষ্টিকুমড়ার আধুনিক উৎপাদন প্রযুক্তি,মিষ্টিকুমড়ার ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, চালকুমড়ার আধুনিক উৎপাদন প্রযুক্তি, বরবটির আধুনিক উৎপাদন প্রযুক্তি সহ যাবতীয় সবজি ও ফলের আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেই। এছাড়া,মানসম্মত ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, সতর্কতা ও ব্যাবহার সম্পর্কে ধারণা প্রদান করেন।