বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
জুলহাস উদ্দীন তেতুলিয়া উপজেলা প্রতিনিধি : আগামী ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সুলতানা রাজিয়া, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, বীর প্রতীক আব্দুল মান্নান, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিশদ আলোচনা শেষে শিশু সমাবেশ, শিশু চিত্রাংকন, রচনা, গল্পবলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও রাতে আলোকসজ্জা সহ বিভিন্ন কর্মসূচী চূড়ান্ত করা হয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচী নেয়া হয়। সেই সাথে করো ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest