মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ “মুজিব জন্মশতবর্ষে অঙ্গীকর সুরক্ষিত হোক নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরে নবাবগঞ্জে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল- মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ,উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মল্লিকা সেহানবীশ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাসুদা খাতুন মৌসুমিসহ উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার এনজিও সমূহের কর্মকর্তারা সমাবেশে অংশগ্রহন করেন ।